kalerkantho


কেরালায় বন্যা: বিমানবন্দর বন্ধ ঘোষণা, রেড অ্যালার্ট জারি

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৪:১৩কেরালায় বন্যা: বিমানবন্দর বন্ধ ঘোষণা, রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের কেরালা রাজ্য। এ কারণে ওই রাজ্যের কোচি বিমানবন্দর আগামী ১৮ আগস্ট (শনিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসাথে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। 

এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত সবধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পেরিয়ার নদী পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। 

কর্তৃপক্ষ জানায়, ড্রেনেজ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট থেকে কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এ কারণে রাজ্যটিতে এ পর্যন্ত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, খালিজ টাইমস 

 

  মন্তব্য