kalerkantho


হজযাত্রীদের স্বাস্থ্যসেবায় তৎপর সৌদি কর্তৃপক্ষ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৮ ১৮:৩৬হজযাত্রীদের স্বাস্থ্যসেবায় তৎপর সৌদি কর্তৃপক্ষ

চলতি বছর হজ পালনের জন্য গত শনিবার পর্যন্ত ১৩ লাখ দুই হাজার একশ ৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আগামী ১৯ আগস্ট থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

হজযাত্রীদের যেন কোনোভাবেই অসুবিধা না হয়, সেজন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে সৌদি প্রশাসন। হজযাত্রীদের কেউ অসুস্থ হয়ে গেলে যেন তাৎক্ষণিকভাবে সেবা নিতে পারে সেজন্য সদা তৎপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মদীনার ১১টি হাসপাতাল হজযাত্রীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে কারো গুরুতর কোনো সমস্যা দেখা দিলে সেবা দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ১৩ টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

জেদ্দায় একশ ১৫ জন চিকিৎসক হজযাত্রীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তাদের কাছে প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে ইনজেকশনও রয়েছে।

এছাড়া মক্কাতেও রয়েছে চিকিৎসা দেওয়ার সু-ব্যবস্থা। জানা গেছে, সে দেশে প্রবেশর সময়ই পাসপোর্ট যাচাইয়ের সময় স্বাস্থ্যের অবস্থা কেমন তা লক্ষ করা হচ্ছে। প্রবেশদ্বারগুলোতেও হজযাত্রীদের সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

 মন্তব্য