kalerkantho


গজনিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৮ ১৩:৫৫গজনিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত

আফগানিস্তানের গজনিতে টানা তৃতীয় দিনের মতো সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠী তালেবানের সংঘর্ষ অব্যাহত রয়েছে।গজনি দখলের উদ্দেশ্যে গত শুক্রবার থেকে হামলা শুরু করে তালিবান। 
 
আফগান সেনাবাহিনীর মুখপাত্র জানান, গজনি শহর জঙ্গিদের হাতে পড়ার ঝুঁকিতে নেই। 

এদিকে, গজনির বাসিন্দারা বলছে, জঙ্গিরা শহরটির বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। সরকারি বাহিনী খুব অল্প অংশের নিয়ন্ত্রণে রয়েছে। 

শুক্রবার অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ১৬ জন ব্যক্তি নিহত হয়। 

স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে শতাধিক হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। 
 

প্রসঙ্গত, কাবুল ও কান্দাহারের মধ্যকার যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এই গজনি শহর। জঙ্গিরা সেখানকার যোগাযোগ টাওয়ার ধ্বংস করে দেওয়ার পর থেকে সেখানে আসলে কি হচ্ছে সে বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। 

সূত্র: বিবিসিমন্তব্য