kalerkantho


আট গ্রামের ‘মুসলিম’ নাম বদলে দিল রাজস্থান সরকার!

কালের কণ্ঠ অনলাইন   

১০ আগস্ট, ২০১৮ ২২:১৫আট গ্রামের ‘মুসলিম’ নাম বদলে দিল রাজস্থান সরকার!

এতদিন গ্রামের নাম ছিল ‘মিয়া কা বাড়া’। ভারতের রাজস্থানের বারমার জেলার অখ্যাত এক গ্রাম। রাতারাতি সে গ্রাম বদলে হল মহেশনগর। নামে নগরের ছোঁয়া লাগলেও, গ্রাম কিন্তু গ্রামই রয়েছে। রূপে এতটুকু বদল হয়নি। সরকারের অবশ্য সে উদ্দেশ্যও নয়। উদ্দেশ্য, নাম থেকে ‘মুসলিম’ ছোঁয়া মুছে দেওয়া!

এটা একটা গ্রামের নাম। এমন আটটা গ্রামের নাম একইসঙ্গে বদলে দিল রাজস্থান সরকার। প্রত্যেকটির মুসলিম নাম ছিল তাই। সরকারের সাফাই, নামে মুসলিম হলেও আদতে হিন্দু অধ্যুষিত। তাই নাম বদলের এই সিদ্ধান্ত!

গ্রামের লোকজন যে খুব খুশি, তা তাঁদের কথাতেই পরিষ্কার। অবশ্য খুশি না বলে, তাঁরা স্বস্তি পেল, বলাই বোধহয় ভালো। ‘আমাদের মেয়ের বিয়ে দেওয়া এবার সহজ হল। আগে তো লোকে গ্রামের নাম শুনলেই মনে করত মুসলিম!’ স্বস্তির শ্বাস বেরিয়ে আসে গ্রামবাসীর কথায়।

কে বলে, নামে কিছু যায় আসে না!

সূত্র: টাইমস অফ ইন্ডিয়ামন্তব্য