kalerkantho


চীনে ভ্যাকসিন বিতর্কের ব্যাপারে সরকারিভাবে তদন্তের নির্দেশ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুলাই, ২০১৮ ১৭:৪৭চীনে ভ্যাকসিন বিতর্কের ব্যাপারে সরকারিভাবে তদন্তের নির্দেশ

চীনে ভুল ভ্যাকসিন ছড়িয়ে পড়ার খবরে জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভ্যাকসিন নেওয়া বহু মানুষ আতঙ্কে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভীড় জমিয়েছেন। এরকম পরিস্থিতিতে ভ্যাকসিন বিতর্কের ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ক্যাকিয়াং।

এর আগে গত সপ্তাহে ভ্যাকসিন প্রস্ততকারক চাংশেং বায়োটেকনোলজি'র কারখানায় অনিয়মের অভিযোগ করে স্থানীয় কর্তৃপক্ষ। ওই কারাখানায় উৎপাদন বন্ধসহ সারাদেশ থেকে তা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও সেই ভ্যাকসিন দেওয়ার ফলে কারো কোনো ধরনের সমস্যার প্রমাণ পাওয়া যায়নি। তার পরেও সেই ভ্যাকসিনে অনিয়মের অভিযোগে সারাদেশে ভীতি ছড়িয়ে পড়ছে।

সোমবারই ওই কোম্পানির শেয়ারের মূল্য ১০ শতাংশ কমে গেছে। সরকারি এক ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তির আওতায় আসতে হবে। নৈতিকতার সীমা ছাড়িয়ে গেছে। যারা দ্বায়িত্বে অবহেলার মাধ্যমে মানুষের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে, তাদের ছাড় দেওয়া হবে না।মন্তব্য