kalerkantho


টানা হলো ৪৬০০ কিমি সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া ইন্টারনেট ক্যাবল

কালের কণ্ঠ অনলাইন   

২৩ জুলাই, ২০১৮ ১২:৪৯টানা হলো ৪৬০০ কিমি সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া ইন্টারনেট ক্যাবল

অষ্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ৪৬০০ কিলোমিটার ক্যাবল লাইন (এএসসি) সংযোগ সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুরের দক্ষিণ-পূর্ব দিকে এই ক্যাবলের চুড়ান্ত সংযুক্তি সম্পন্ন হয়েছে। আজ সোমবার ক্যাবল সংযোগকারী প্রতিষ্ঠান ভোকাস এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

জানা গেছে, অষ্ট্রেলিয়ার পার্থ থেকে সিঙ্গাপুরগামী বিশাল এই ডিজিটাল সংযোগ পাইপটি অষ্ট্রেলিয়া ও এশিয়ার মধ্যে ইন্টারনেট পরিবহন করবে। 

ভোকাস-এর প্রধান কর্মকর্তা (সিইও)কেভিন রাসেল জানান, এই ক্যাবল লাইনটির একটি চুড়ান্ত অংশ ক্রিষ্টমাস আইল্যাণ্ড থেকে সিঙ্গাপুর পর্যন্ত গিয়েছে। 
তিনি বলেন, এই ক্যাবল সংযোগের বিষয়টি একটি বিশাল প্রকৌশলী এবং কারিগরী চ্যালেঞ্জ ছিল। আমাদের দলের সকল কর্মীর আন্তরিক প্রচেষ্টায় এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হয়েছে। 

জানা গেছে, অষ্ট্রেলিয়া থেকে এশিয়াগামী এই ক্যাবল স্থাপনের বিষয়টি একটি বড়সড় 'চ্যালেঞ্জিং' বিষয় ছিল। কারণ, সিঙ্গাপুরে সমুদ্রের পানির গভীরতা ছিল খুবই কম এবং এই সমুদ্রপথটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম জাহাজ চলাচলের রুট। 

সূত্র: আইটি নিউজ মন্তব্য