kalerkantho


জাপানে দাবদাহ: আরো অন্তত ১১ জনের প্রাণহানি

কালের কণ্ঠ অনলাইন   

২২ জুলাই, ২০১৮ ১৩:২৪জাপানে দাবদাহ: আরো অন্তত ১১ জনের প্রাণহানি

জাপানে দাবদাহে শনিবার আরো অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। প্রচণ্ড গরমে 'হিটস্ট্রোকে' ওই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির তাপমাত্রা অস্বাভাবিক রকমের বেড়ে যাওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে। রেকর্ড সংখ্যক অ্যাম্বুলেন্সের মাধ্যমে অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ রবিবার তাপমাত্রা দেশটির অনেক অঞ্চলে বেড়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। 

আজ রবিবার সকাল ৭.৩০ মিনিটে রাজধানী টোকিওতে তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 
জাপানের আবহাওয়া সংস্থা দেশটির অনেক অঞ্চলে তাপমাত্রা আজ আরো বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা জারি করেছে। 

এদিকে টোকিওর দমকল অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়া ৩০৯১ জন ব্যক্তিকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৩৬ সালের পর এটা তাদের সর্বোচ্চ সংখ্যক অ্যাম্বুলেন্স পরিষেবা। 

জানা গেছে, দাবদাহে মৃত ১১ জনের প্রায় সকলেই বৃদ্ধ লোক। এর মধ্যে দুই দম্পতির বয়স প্রায় ৭০। এই দুই দম্পতিকে টোকিও ও ওসাকায় তাদের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

সূত্র: এশিয়ান রিভিউ মন্তব্য