kalerkantho


এক নৌকাডুবিতে শেষ তিন প্রজন্ম

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৮ ০৯:৪০এক নৌকাডুবিতে শেষ তিন প্রজন্ম

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী একটি নৌকা ডুবিতে ১৭ জন নিহত হয়েছে। দেশটির মিসৌরী রাজ্যে বৃহস্পতিবার ঝোড়ো আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। মিসৌরী টেবল রক লেকে এ দূর্ঘটনায় এ পর্যন্ত ১৭ মৃতদেহে উদ্ধার করা হয়েছে। 

দূর্ঘটনায় বেঁচে যাওয়া এক নারী জানান, তিনি এই ভয়াবহ নৌকা ডুবিতে তার শিশুসন্তান ও স্বামীসহ পরিবারের ৯ সদস্যকে হারিয়েছেন। 

টিয়া কোলমেন নামের এই নারী ইন্ডিয়ানাপোলিস টেলিভিশনকে জানান, নৌকাটিতে তারা পরিবারের ১১ জন সদস্য ছিলেন। কিন্তু শুধুমাত্র তিনি ও তার এক ভাতিজা ছাড়া সকলে এ দূর্ঘটনায় নিহত হয়েছে। 

তিনি বলেন, আমার সব শিশুসন্তানকে আমি এ দুর্ঘটনায় হারিয়েছি।

এই নারী বলেন, আমি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, চাচা, ননদ এবং এক ভাতিজাকেও এ দুর্ঘটনায় হারিয়েছি। 

সূত্র: দ্য টেলিগ্রাফমন্তব্য