kalerkantho


ফিলিস্তিনিদের উৎখাত করে ইহুদি ধর্মাচার ইসরায়েলিদের (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুলাই, ২০১৮ ১৬:১৪ফিলিস্তিনিদের উৎখাত করে ইহুদি ধর্মাচার ইসরায়েলিদের (ভিডিও)

ছবি অনলাইন

দখলকৃত পশ্চিম তীরে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাত করছে ইসরায়েলি বাহিনী। পরে সেসব স্থানে ইসরায়েলিদের বসতি স্থাপন করতে দেখা যায়। সম্প্রতি তেমন একটি ভূমিতেই ফিলিস্তিনিদের উচ্ছেদের পর ধর্মাচার করতে দেখা গেল ইহুদিদের।

ইহুদিদের ধর্মাচারের ঘটনাটি দেখা গেছে পশ্চিম তীরের হেবরন এলাকার খিরবেত উম নির ও সুসিয়া গ্রামে। গত শুক্রবার ইহুদি বসতি স্থাপনকারীরা হঠাৎ করেই সেখানে অনুপ্রবেশ করে।

ইহুদি বসতি স্থাপনকারীরা সে এলাকায় তাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান পালন করে। সে ঘটনার একটি ভিডিও অনলাইনে পাওয়া গেছে। এতে ইহুদিদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেখা যায়।

ইহুদি বসতি স্থাপনকারীরা সাধারণত তাদের সঙ্গে ভারি অস্ত্রসজ্জিত সেনাদের নিয়ে আসে। আর এ কারণে তাদের দেখেই সে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় বসতি থেকে উচ্ছেদ হওয়া স্থানীয় ফিলিস্তিনিরা ইহুদিদের সেই ধর্মীয় অনুষ্ঠানের সময় আশপাশে দাঁড়িয়ে রয়েছে।
সূত্র : মান নিউজ এজেন্সি।

ইউটিউব ভিডিওটি দেখুন নিচে-মন্তব্য