kalerkantho


ফিলিস্তিনিদের শতাধিক অলিভ গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বুলডোজার!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ১৬:৫২ফিলিস্তিনিদের শতাধিক অলিভ গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বুলডোজার!

ফিলিস্তিনিদের মালিকানাধীন শতাধিক অলিভ গাছ বুলডোজার দিয়ে উপড়ে ফেলেছে ইসরায়েল। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের সালফিট জেলার দিয়ের বাল্লুত গ্রামের ওই গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। 

দিয়ের বাল্লুত গ্রামের আব্দুল্লাহ ইদ্রিস নামের একজন বাসিন্দা জানান, দিয়ের বাল্লুত গ্রামের পূর্বাংশে তার বাড়ীর কাছে অলিভ গাছগুলো উপড়ে ফেলেছে ইসরায়েলি বুলডোজার। 

তিনি বলেন, সেখানে ২২৪ টি অলিভ ও বাদাম গাছ ছিল। এর মধ্যে এক শতাধিক অলিভ গাছ উপড়ে ফেলেছে ইসরায়েল। গাছগুলোর বয়স ছিল ৫ থেকে ৬ বছর। 

ইদ্রিস জানান, অবৈধ ইসরায়েলিদের বাসস্থান সম্প্রসারিত করতে গাছগুলো উপড়ে ফেলা হয়েছে। 

সূত্র: মান নিউজ এজেন্সি

 

 

 

 

 

 

 মন্তব্য