kalerkantho


ভারতে ছয়তলা ভবন ধস: নিহত ৩, ধ্বংসস্তূপে আটকে আছে শিশুসহ কয়েকজন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৮ ১১:৩১ভারতে ছয়তলা ভবন ধস: নিহত ৩, ধ্বংসস্তূপে আটকে আছে শিশুসহ কয়েকজন

ভারতের রাজধানী দিল্লির কাছে একটি ছয়তলা ভবন ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এ ঘটনায় এক নারীসহ তিন জন নিহত হয়েছে। শিশুসহ কয়েকজন ধ্বংসস্তূপে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটির মালিকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নির্মাণাধীন ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ১২ জন শ্রমিক ছিলেন। তারা সবাই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রতিবেদন বলছে, ছয়তলা ভবনটির পাশেই ছিল একটি চারতলা ভবন। চারতলা ভবনটিতে আঠারটি পরিবারের বসবাস।

উদ্ধার অভিযানে ৪০০ এনডিআরএফ কর্মী নিয়োজিত রয়েছেন। 

সূত্র: এনডিটিভিমন্তব্য