kalerkantho


‘ট্রাম্প পুতিনের একজন শিশু ভক্ত’

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৮ ১৮:২১‘ট্রাম্প পুতিনের একজন শিশু ভক্ত’

ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর ও টারমিনেটর খ্যাত হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, পুতিনের কাছে ট্রাম্প একজন হাবাগোবা।

সাবেক এ গভর্নর ট্রাম্পের কড়া সমালোচনা করে তার ইন্সটাগ্রামে একটা ভিডিও পোষ্ট করেন। সেখানে সরাসরি ট্রাম্পকে এক হাত নেন।

‘প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে আমি আপনার সংবাদ সম্মেলনটি দেখলাম, এটা পুরোপুরি লজ্জাস্কর। সেখানে আপনাকে দেখে একজন হাবাগোবা লোক মনে হলো। আমার আরও মনে হলো আপনি পুতিনের একজন ছোট শিশু ভক্ত’, বলেন তিনি।

তিনি ভিডিওতে আরও বলেন, আপনাকে সেখানে দেখে মনে হচ্ছিলো আপনি পুতিনের অটোগ্রাফ চাচ্ছেন, একটা সেলফি তুলতে চাচ্ছেন। আপনি আমাদের দেশকে তার কাছে বিক্রি করে দিয়েছেন। এটা আমাদের দেশের জন্য খুবই লজ্জাস্কর।

উল্লেখ্য, গতকাল ফিনল্যান্ডের হেলসিংকিতে ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ট্রাম্প-পুতিন সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।মন্তব্য