kalerkantho


পুতিনের সাথে বৈঠক ভালো শুরু : ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৮ ২২:৩৩পুতিনের সাথে বৈঠক ভালো শুরু : ট্রাম্প

ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রথম বৈঠককে ‘একটি ভালো শুরু’ বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

দুই ঘণ্টা ১০ মিনিটের বৈঠকের পর তিনি বলেন, এটা সবার জন্যই ভালো শুরু।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমরা অনেক সমস্যারই সমাধান করতে পারিনি। তবে সমস্যা সমাধানে আমরা পদক্ষেপ নিচ্ছি।

তবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি কোনো পক্ষই।

বৈঠক শেষে দুপুরের খাবার খেতে বসেন দুই প্রেসিডেন্ট। খাওয়ার টেবিলেও আলোচনা চলে দুজনের মধ্যে।  দুজনের আলোচনা শেষে খাওয়ার টেবিলে তাদের সঙ্গ দেন দুই দেশের কয়েকজন কূটনীতিক।

পরবর্তীতে আরো কিছু কর্মকর্তাদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে দুই দেশের মধ্যে। নির্ধারিত সময়ের পরে শুরু হওয়া বৈঠকটি চলে নির্ধারিত সময়ের চেয়ে আরো বেশি সময় নিয়ে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটা ঠিক কখন হবে তা এখনো অপরিস্কার।মন্তব্য