kalerkantho


পশ্চিমবঙ্গে মোদির সভামঞ্চ ভেঙ্গে আহত অর্ধশত

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৮ ১৬:৩৩পশ্চিমবঙ্গে মোদির সভামঞ্চ ভেঙ্গে আহত অর্ধশত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় ভীড়ের চাপে একটি সভামঞ্চ ভেঙ্গে পড়েছে। এতে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। 

গুরুতর আহত হয়েছে অন্তত ২০ জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার মেদিনীপুর শহরের কলেজ ময়দানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কৃষক কল্যাণ সমাবেশ এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল মঞ্চের পাশেই অন্য নেতাদের জন্য তৈরী করা একটি মঞ্চ ভীড়ের চাপে ভেঙে পড়ে। আহতদের মধ্যে বেশিরভাগই নারী। কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহতদের দেখতে হাসপাতালে যাচ্ছেন বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া মন্তব্য