kalerkantho


সৌদি সেনা ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৮ ১৯:৪৬সৌদি সেনা ঘাঁটিতে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের নাজরান প্রদেশে দেশটির ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটিতে নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সাবা নিউজ এজেন্সি জানায়, সৌদি জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে শনিবার ইয়েমেনের ভূখণ্ড থেকে সৌদি ন্যাশনাল গার্ডের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু্ জানা যায়নি।

এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে সৌদি জোট। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে ২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহী বিরোধী অভিযানের নামে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি জোট।

তাদের অব্যাহত হামলায় এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এছাড়া, দুর্ভিক্ষের মুখে পড়েছে দেড় কোটি মানুষ।মন্তব্য