kalerkantho


কারাগারে টেলিভিশন বিছানা আর ফ্যান পেয়েছেন নওয়াজ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুলাই, ২০১৮ ১৮:৫৩কারাগারে টেলিভিশন বিছানা আর ফ্যান পেয়েছেন নওয়াজ

শুক্রবার আটক হওয়ার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সিদ্দিকী ও তার মেয়ে মরিয়ম নওয়াজ এক রাত কাটিয়ে দিয়েছেন।

জানা গেছে, ‘বেটার ক্লাস’ বন্দি হিসেবে নিজের কক্ষে একটি টেলিভিশন, বিছানা আর ফ্যান পেয়েছেন নওয়াজ। এর আগে দেশটির একজন সাবেক প্রধানমন্ত্রী সেই কক্ষে ছিলেন।  

যে ফ্যান নওয়াজ পেয়েছেন তা আর দশটা ফ্যানের মতোই সাধারণ। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ তিনি পাননি। সেই কক্ষে রয়েছে ২১ ইঞ্চি টেলিভিশন আর সাধারণ বিছানা বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন নিউজ।

ডন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কারাবন্দিদের জন্য আগের মতো আর 'এ', 'বি', 'সি' ক্যাটাগরী নেই। আদালতের নির্দেশনায় কয়েক বছর আগেই সেগুলো বদলে গেছে। বর্তমানে কেবল দু'টি ভাগ রয়েছে। তার একটি সাধারণ এবং অন্যটি  'বেটার ক্যাটাগরী'।

জানা গেছে, আবেদনের মাধ্যমে একজন সাংসদ হিসেবে সুবিধা পাচ্ছেন নওয়াজ। তবে কারাগারে সাংসদের সুবিধার অতিরিক্ত কোনো বিভাগ না থাকায় সাবেক প্রধানমন্ত্রী হয়েও বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন না নওয়াজ।মন্তব্য