kalerkantho


দ. আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি বাদশাহ

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ২২:২৩দ. আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি বাদশাহ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কাইরিল রামাফোসার সঙ্গে সাক্ষাতের পর বৈঠক করলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। জেদ্দায় বৃহস্পতিবারের ওই বৈঠকে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে বাবার গলার মালা রামাফোসাকে উপহার দেন বাদশাহ সালমান। সেটা রামাফোসার জন্য অত্যন্ত সম্মানের।

বৈঠকে দু'দেশের একসঙ্গে বিভিন্নখাতে কাজ করার ব্যাপারে আলোচনাও করেছেন তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক উন্নয়ন নিয়েও এই দুই নেতা আলোচনা করেছেন।

পরে রামাফোসার জন্য দুপুরের খাবারের আয়োজন করেন সৌদি বাদশাহ। দুপুরের খাবারে রামাফোসার সঙ্গে অংশ নেন সৌদি আরবের বেশ কয়েকজন প্রিন্স।

জানা গেছে, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা অংশ নেন। এমনকি রামাফোসার সঙ্গে বেশ কিছু ইস্যুতে ক্রাউন প্রিন্স কথা বলেছেন বলেও শোনা গেছে।মন্তব্য