kalerkantho


আনন্দে ভাসছে থাইল্যান্ড, নেভি সিল সদস্যদের জলসিক্ত অভ্যর্থনা

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ২০:০১আনন্দে ভাসছে থাইল্যান্ড, নেভি সিল সদস্যদের জলসিক্ত অভ্যর্থনা

গুহায় আটকা পড়া খুদে ফুটবলার ও তাদের কোচকে জীবিত অবস্থায় উদ্ধার করে নায়ক বনে গেছেন রয়্যাল থাই নেভি ও থাই নেভি সিলের সদস্যরা। সারাদেশ আনন্দের বন্যায় ভাসছে। আর অভিযানের নায়কদের জলসিক্ত অভ্যর্থনা দেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবারথাই নেভি সিলের একশ ২৭ সদস্য এবং নৌবাহিনীর অন্য ৩০ কর্মকর্তাকে বহনকারী সামরিক বিমান সি-১৩০ চিয়াং রাইয়ের মায়ে ফাহ লুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউ তাপাও বিমানবন্দরে পৌঁছালে অগ্নিনির্বাপক ইঞ্জিন থেকে বিমানটিতে পানি ছিটিয়ে অভ্যর্থনা জানানো হয়।

পরে থাই নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহনকারী ইএমবি-১৩৫ বিমান চিয়াং রাই থেকে মায়ে ফাহ বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাদের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাদের স্বাগত জানান।

গত ২৫ জুন উদ্ধার অভিযানে অংশ নেয় থাই নেভি সিলের প্রথম দলটি। অন্যদিকে উদ্ধার অভিযানে অক্সিজেন সঙ্কটে প্রাণ হারানো নেভি সিলের সাবেক কর্মকর্তা সামান গুনানের আত্মত্যাগের প্রশংসা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।মন্তব্য