kalerkantho


গুহায় আটকাপড়াদের বাঁচিয়ে বাবার মৃত্যুর খবর পান তিনি

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ১৯:০৭গুহায় আটকাপড়াদের বাঁচিয়ে বাবার মৃত্যুর খবর পান তিনি

গুহায় আটকা পড়া ১৩ জনই জীবিত অবস্থায় উদ্ধার হওয়াতে খুশির বন্যা বইছে থাইল্যান্ডজুড়ে। থ্যাইল্যান্ডের থ্যাম লুয়াং গুহায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া রয়্যাল থাই নেভি ও থাই নেভি সিলের সদস্যদের অভ্যর্থনাও দেওয়া হয়েছে।

তবে এর মধ্যেই দুঃসংবাদও পৌঁছেছে। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণের ঝুঁকি নিয়ে অস্ট্রেলিয়ার যে চিকিৎসক উপস্থিত ছিলেন, সেই রিচার্ড হ্যারিস গুহা থেকে বেরিয়ে জানতে পারেন, তার বাবা মারা গেছেন।

তিনি ভেবেছিলেন, অভিযান শেষে  থাইল্যান্ডে কিছুদিন থেকে নিজেদের সাফল্য উপভোগ করবেন। গুহা থেকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন ছেলেদের পরিপূর্ণ সুস্থ অবস্থায় দেখে দেশে ফিরবেন।

তবে অভিযান সফল হলেও দেশে পাড়ি দিতে হয়েছে তাকে।

 মন্তব্য