kalerkantho

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ১৫ জন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুন, ২০১৮ ১৩:৩৬ | পড়া যাবে ১ মিনিটেভারতে  ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ১৫ জন নিহত

ট্র্যাক্টরের সঙ্গে জিপের সংঘর্ষে জিপটি দুমড়ে মুছড়ে যায়

আজ বৃহস্পতিবার সকালে ভারতের মধ্যপ্রদেশের মোরেনাতে  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫  জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা সকলেই একই পরিবারের সদস্য এবং এদের মধ্যে ৫ জন নারী বলে জানা গেছে। 

আজ সকাল ৫ টা ৩০ মিনিটে রাজধানী ভোপাল থেকে ৪৫৬  কি.মি দূরবর্তী মোরেনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

একটি ট্র্যাক্টরের সঙ্গে জিপের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে জিপটি দুমড়ে মুছড়ে যায়।

জানা গেছে, একই পরিবারের ২০ জন সদস্য জিপে করে তাদের এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন। গোয়ালিয়র থেকে মোরেনোতে ছিল তাদের গন্তব্য।

 এই পরিবারের ১৫ সদস্যই নিহত হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

পুলিশ বলেছে, এই দুর্ঘটনার তদন্ত চলছে। 

সূত্র: এনডিটিভি

মন্তব্য