kalerkantho


পাকিস্তানে নির্বাচন: ইমরান খান ও আব্বাসির মনোনয়নপত্র বাতিল

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুন, ২০১৮ ১০:২৩পাকিস্তানে নির্বাচন: ইমরান খান ও আব্বাসির মনোনয়নপত্র বাতিল

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, আরেক হেভিওয়েট প্রার্থী সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা শহীদ খাকান আব্বাসির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অসম্পূর্ণ হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

আগামী ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র মঙ্গলবার যাচাই বাছাই করে দেশটির  নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বাতিল হওয়া তালিকায় আরো রয়েছেন, অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) প্রধান সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ, মুত্তাহিদা কউমি মুভমেন্টের ফারুক সাত্তার, পিটিআইয়ের আয়েশা গুলালি ও পিএমএল-এনের সরদার মেহতাব খান আব্বাসি। নানা কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএমএল-এনের হামজা শাহবাজ ও মরিয়ম নওয়াজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সূত্র: জিও টিভিমন্তব্য