kalerkantho


আরো ভয়ানক হতে চলেছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৮ ২১:৪৩আরো ভয়ানক হতে চলেছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ

চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ অব্যাহত রয়েছে! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরও ২০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন।

ট্রাম্প সোমবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, যদি চীন নিজেদের অবস্থান পরিবর্তন না করে তাহলে ১০ শতাংশ শুল্ক বসানো হবে। এর আগে ট্রাম্প চীনের পাঁচ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

ট্রাম্পের এই ঘোষণার পর চীন একই ধরণের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। চীন জানিয়েছে, আমেরিকা থেকে আমদানি করা সমপরিমাণ পণ্যের ওপর তারাও শুল্ক আরোপ করবে। এতেই ক্ষেপে গেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি শুল্ক আরোপ করলেও চীন পাল্টা পদক্ষেপ নিতে পারবে না। চীন পাল্টা পদক্ষেপ নিলে তিনি আরও বেশি শুল্ক আরোপ করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের এক নম্বর অর্থনীতি। এরপরই চীনের অবস্থান। ট্রাম্প আগে থেকে বলে আসছেন, চীনের কাছে বাজার খুলে দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে।মন্তব্য