kalerkantho


প্রাক্তন প্রেম ফিরে পেতে '‌খুশির দিনে' স্বামীকে খুন!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৮ ০৪:৩৪প্রাক্তন প্রেম ফিরে পেতে '‌খুশির দিনে' স্বামীকে খুন!

প্রতীকী ছবি

ঈদের দিনেই স্বামীকে ‘মুক্তি’ দেওয়ার পরিকল্পনা করেছিলেন স্ত্রী! পুরনো প্রেম জেনে যাওয়ায় ‘পথের কাঁটা’ সরাতে ‘খুশির দিনটিই’ বেছে নিয়েছিলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ডোমকলের আমিনাবাদে।

আমিনাবাদের বাবু শেখের মেয়ে শামিমার সঙ্গে প্রেম করেই বিয়ে করেছিলেন মৃত নুরাবুল ইসলাম। শামিমার পুরনো সম্পর্ক জানা ছিল না নুরাবুলের। 

স্থানীয় এলাকাবাসী জানান, শামিমার সম্পর্ক জানার পর প্রায়ই তাদের ঝগড়া হতো। নুরাবুলের পরিবারের অভিযোগ, ঈদের দিন নুরাবুলকে ডেকে নেন শামিমা। তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যায়নি নুরাবুলের।

নুরাবুলের পরিবার জানান, ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। এই খুনের পেছনে শামিমা জড়িত রয়েছে বলে দাবি তাঁদের। এ ঘটনার তদন্ত করছে ডোমকল থানার পুলিশ।মন্তব্য