kalerkantho


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় তালেবানরা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জুন, ২০১৮ ১৫:৫৮যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় তালেবানরা

ফাইল ফটো

আফগানিস্তানের সংঘাত যেন থামছেই না। তালেবান ও ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী একের পর এক ধ্বংসাত্মক কর্মসূচি চালিয়েই যাচ্ছে। তাদের দমন করতে মার্কিন ও আফগান বাহিনীর অভিযানও চলছে।

মার্কিন বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষ অবসানের চেষ্টায় এবার তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন।

এক বার্তায় আখুন্দজাদা বলেন, আফগানিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধানে মার্কিন কর্মকর্তারা সত্যিই বিশ্বাসী হলে তাদেরকে অবশ্যই সরাসরি আলোচনার টেবিলে আসতে হবে; যাতে করে এই বিপর্যয় (আগ্রাসন)-- যার ধ্বংসাত্মক প্রভাবে মূলত আমেরিকান এবং আফগান জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে-- আলোচনার মধ্য দিয়ে সামাল দেওয়া যেতে পারে।মন্তব্য