kalerkantho


পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছেন বিচারপতি নাসিরুল মুলক

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মে, ২০১৮ ১৫:৫১পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছেন বিচারপতি নাসিরুল মুলক

পাকিস্তানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুলককে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 

আজ সোমবার এ ঘোষণা দেয়া হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে আজ সোমবার ইসলামাবাদে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা খুরশীদ শাহ। আর ওই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিচারপতি নাসিরুল মুলকের নাম ঘোষণা করা হয়। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেন, আমরা বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে এমন একজনকে বেছে নিতে চেয়েছি যার নামে কোনো অভিযোগ নেই

সূত্র: দ্য ডন মন্তব্য