kalerkantho


দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, পদত্যাগ করলেন মিয়ানমারের অর্থমন্ত্রী!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৮ ২১:২০দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, পদত্যাগ করলেন মিয়ানমারের অর্থমন্ত্রী!

মিয়ানমারের অর্থমন্ত্রী কিয়াও উইন পদত্যাগ করেছেন। দুর্নীতির অভিযোগে গত শুক্রবার পদত্যাগ করেন  তিনি। মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ত সরকারি ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, কিয়াও ‍উইনকে পদত্যাগের অনুমতি দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন তা স্পষ্টভাবে বলা হয়নি। যদিও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত চলছিলো সেটা স্থানীয় কিছু সংবাদমাধ্যমের খবরে আগে থেকেই জানা যাচ্ছিল।

চলতি মে মাসের শুরুর দিকে দেশটির দুর্নীতি দমন কমিশন সাবেক এই অর্থমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রধান জানান, অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় আছে। তবে ঠিক কী কারণে পদত্যাগ করলেন তা স্পষ্ট করে জানাননি মন্ত্রীও।মন্তব্য