kalerkantho


সীমান্তে অাবার দেখা হচ্ছে এই দুই নেতার!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মে, ২০১৮ ১৯:৫০সীমান্তে অাবার দেখা হচ্ছে এই দুই নেতার!

তাদের ঐতিহাসিক বৈঠকের পর একমাসও পার হয়নি। এরই মধ্যে খবর শোনা যাচ্ছে, আবারো সীমান্তে দেখা হচ্ছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে।

জানা গেছে, পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক ঠিক কী হতে পারে তা নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সীমান্তে পূনরায় বৈঠকে বসতে পারেন কিম জং উন।

আগে থেকেই শোনা যাচ্ছিল চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হতে পারে। তবে গত বৃহস্পতিবার ট্রাম্প সেই সম্ভাবনার বিষয়টি নাকচ করে দেন।

অন্যদিকে গণমাধ্যমকর্মীদের সামনেই উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাগারের সুড়ঙ্গপথ ধ্বংস করে দেন কিম।

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলের শেষের দিকে মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করেন কিম। ২৭ এপ্রিলের ওই বৈঠক যথেষ্ঠ ফলপ্রসূ হয়। তার সূত্র ধরেই নতুন করে বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা।মন্তব্য