kalerkantho


গণমাধ্যমের সামনেই উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ও ব্যারাক ধ্বংস

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মে, ২০১৮ ০৯:৪৯গণমাধ্যমের সামনেই উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ও ব্যারাক ধ্বংস

ছবি অনলাইন

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ও ব্যারাক  ধ্বংস করেছে। গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়া তাদের পুংগিয়ে-রি পরমাণু পরীক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়ে সেটি ধ্বংস করে দেয়। কেন্দ্রটি পরিদর্শনে যাওয়া বিদেশি সাংবাদিকরাও বড় ধরনের বিস্ফোরণ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।

ধ্বংসযজ্ঞ শুরুর প্রায় পাঁচ ঘণ্টা পর আরো দুটি সামরিক ব্যারাক ধ্বংস করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

উত্তর কোরিয়া তাদের এ পরীক্ষাকেন্দ্রেই সব মিলে ছয়টি পরমাণু বোমার পরীক্ষা চালায়। দেশের উত্তর-পূর্বাঞ্চলের মাউন্ট মানটাপ পর্বতের নিচে খোঁড়া কয়েকটি সুড়ঙ্গ নিয়েই এ কেন্দ্রটি গড়ে তোলা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুগপৎ কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে উত্তর কোরিয়া এ বছর শুরুর দিকে পরীক্ষাকেন্দ্রটি ভেঙে ফেলার প্রস্তাব দেয়।

তবে বিজ্ঞানীদের ধারণা, ২০১৭ সালের সেপ্টেম্বরে পরীক্ষাকেন্দ্রটিতে সর্বশেষ পরমাণু বোমা পরীক্ষার সময় এটি আংশিক ধসে পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

কেন্দ্রটি ধ্বংস করে ফেলা দেখতে বাছাই করা ২০ জন বিদেশি সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই পর পর কয়েকটি বিস্ফোরণে প্রকম্পিত হয়ে সুড়ঙ্গগুলো ধসে পড়ে। সকালের দিকে দুটি বিস্ফোরণ এবং বিকেলে চারটি বিস্ফোরণ ঘটেছে। সুড়ঙ্গ ধ্বংসের কাজ শুরু হয় সকাল ১১টার দিকে। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় একটি সুড়ঙ্গ এবং একটি পর্যবেক্ষণ স্থাপনা। এর কিছুক্ষণ পর আরেকটি সুড়ঙ্গ এবং আরো একটি স্থাপনা ধ্বংসের পর তৃতীয় আরেকটি সুড়ঙ্গ এবং পর্যবেক্ষণ স্থাপনা ধ্বংস করা হয়।মন্তব্য