kalerkantho


ছেলেধরা সন্দেহে তামিলনাড়ুতে পাঁচজনকে পিটিয়ে হত্যা!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০১৮ ২২:১৯ছেলেধরা সন্দেহে তামিলনাড়ুতে পাঁচজনকে পিটিয়ে হত্যা!

ভারতের দক্ষিণাঞ্চলে অন্তত পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং আরো ২০ জনকে আহত করা হয়েছে। সেই ঘটনার জেরে প্রতিবাদ জানিয়েছে তামিলনাড়ুর বহু মানুষ।

জানা গেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সতর্কবার্তা চোখে পড়ে। যেখানে লেখা আছে, ভারতের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি ছেলেধরা গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়। তারই জেরে ওই পাঁচজনকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ বলছে, যে বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে; তাতে উল্লেখ করা হয়, দক্ষিণের অন্তত তিনটি রাজ্যে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে ছেলেধরা গ্রুপ। সেই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা।

এতে করে ভিন রাজ্য থেকে দক্ষিণে কর্মের খোঁজে যাওয়া ব্যক্তিরা পড়েছেন মহা বিপদে। তাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন স্থানীয়রা।

ইতোমধ্যেই পুলিশ জানিয়েছে, এটা গুজব ছাড়া আর কিছুই নয়। সবাইকে শান্ত থাকারও আহ্বানও জানানো হয়েছে। বর্তমানে সিএনজিতে মাইক নিয়ে সেই ঘোষণা চারিদিকে জানিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।মন্তব্য