kalerkantho


এবার বিশিষ্ট ব্লগারকে আটক করেছে মিসর

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মে, ২০১৮ ১৯:৪১এবার বিশিষ্ট ব্লগারকে আটক করেছে মিসর

মিসরের আলোচিক একজন ব্লগার ও অ্যাক্টিভিস্টকে আটক করা হয়েছে। বুধবার সকালে ব্লগার ওয়ায়েল আব্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশিও করা হয়।

বুধবার দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও তার আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন আব্বাস। সে কারণে তাকে আটক করা হয়েছে।

ভুয়া সংবাদ ছড়িয়ে দেওয়া এবং উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাকে আটক করা হয়। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার ভোর ৪টায় সংক্ষিপ্ত এক বার্তায় সামাজিক যোগোযোগের মাধ্যম ফেসবুকে আব্বাস লেখেন, আমাকে আটক করা হয়েছে।

মানবাধিকার বিষয়ক সংগঠন আরব নেটওয়ার্কের অভিযোগ, আব্বাসকে চোখ বেঁধে গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পরবর্তী সময়ে তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী।মন্তব্য