kalerkantho


করাচিতে দাবদাহে ৬৫ জনের মৃত্যু: ঈদি ফাউন্ডেশন

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০১৮ ১২:১৪করাচিতে দাবদাহে ৬৫ জনের মৃত্যু: ঈদি ফাউন্ডেশন

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে দাবদাহে ৬৫ জন মারা গেছেন বলে জানিয়েছে একটি কল্যাণ সংস্থা। গত তিন দিনে দাবদাহে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যুর অধিকাংশ ঘটনা করাচির নিম্নবিত্ত এলাকাগুলোতে ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছেন ঈদি ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল ঈদি, খবর বার্তা সংস্থা রয়টার্সের। তবে সিন্ধু প্রদেশের স্বাস্থ্য সচিব ফজলুল্লাহ পেচুহো গরমে কেউ মারা যায়নি দাবি করেছেন বলে জানিয়েছে ডন সংবাদপত্র। এই দাতব্য সংস্থাটি পাকিস্তানের বন্দর নগরীটিতে অ্যাম্বুলেন্স সার্ভিসের পাশাপাশি অনেকগুলো মর্গ পরিচালনা করে।   

ডনে উদ্ধৃত বক্তব্যে পেচুহো বলেছেন, মৃত্যু হিট-স্ট্রোকে না অন্য কোনো কারণে হয়েছে তা শুধু চিকিৎসক ও হাসপাতালগুলোই বলতে পারে। করাচিতে হিট-স্ট্রোকে লোকজন মারা যাচ্ছেন, এসব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আমি। তিনি এসব বললেও করাচিতে হিট-স্ট্রোকে মৃত্যুর বিভিন্ন প্রতিবেদন আসায় শঙ্কা বেড়েই চলছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার করাচির তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। রোজার মধ্যে নগরীর অধিকাংশ মানুষ রোজা থাকায় এবং দিনের বেলা পানি পান থেকে বিরত থাকায় বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে তাদের।

ঈদি রয়টার্সকে বলেছেন, গত তিন দিনে ৬৫ জন মারা গেছেন। মৃতদেহগুলো আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত মর্গে রাখা আছে। তারা হিট-স্ট্রোকে মারা গেছেন বলে এলাকার চিকিৎসকরা জানিয়েছেন। উচ্চ তাপমাত্রা বজায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 মন্তব্য