kalerkantho


সৌদিতে অভ্যুত্থানের ডাক যুবরাজ খালিদের!

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৮ ১৯:৪০সৌদিতে অভ্যুত্থানের ডাক যুবরাজ খালিদের!

সৌদি আরবের বাদশাহ সালমানকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় যেতে চাচাত দুই ভাইকে অনুরোধ করেছেন দেশটির নির্বাসিত একজন যুবরাজ। নির্বাসিত যুবরাজ খালিদ বিন ফারহান বলেন, অভ্যুত্থানের ডাক দেওয়ার পর সমর্থনে পুলিশ ও সেনাবাহিনীর অনেক সদস্যের সাড়া পেয়েছেন তিনি।

তিনি আরো বলেন, সৌদি রাজপরিবার ও দেশের যে ক্ষয়ক্ষতি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্বোধ ও খামখেয়ালিপনার মাধ্যমে হয়েছে তা মাত্রা ছাড়িয়ে গেছে। এজন্য যুবরাজ আহমেদ বিন আবদুল আজিজ ও মুকরিন বিন আবদুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তার দাবি, আহমেদ এবং মুকরিন এক হলে রাজপরিবার, নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর প্রায় ৯৯ শতাংশ সদস্য ওই দুজনের পাশে থাকবে।মন্তব্য