kalerkantho


সৌদিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে আটক সাত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৮ ২২:১২সৌদিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে আটক সাত

সৌদি আরবের নিরাপত্তা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত সন্দেহে দেশটির অন্তত সাতজনকে আটক করা হয়েছে। তারা সবাই বিদেশি শত্রুদের সঙ্গে যোগাযোগ রাখতো এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।

নিরাপত্তা রক্ষা বাহিনীর দাবি, তারা সবাই কিছু কাজকর্মের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ নষ্ট এবং রাষ্ট্রের নিয়ম লঙ্ঘন করছে। এছাড়া রাষ্ট্রবিরোধী কাজের জন্য মানুষজনকে সংগঠিত করার চেষ্টা করেছে।

সৌদি আরবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের জন্য বাইরের দেশ থেকে তারা অর্থ সহায়তা নেওয়ারও অভিযোগ রয়েছে। যেটা দেশটির সংবিধানের ১২ অনুচ্ছেদে সম্পূর্ণ নিষেধ রয়েছে।

শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানান, মহান আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা যে, রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত ওই ব্যক্তিদের আটক করা সম্ভব হয়েছে।মন্তব্য