kalerkantho


আফগান সেনা-পুলিশদের টার্গেট করি না, দাবি তালেবানের

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মে, ২০১৮ ২৩:৫১আফগান সেনা-পুলিশদের টার্গেট করি না, দাবি তালেবানের

তালেবানের দাবি, তারা আফগান পুলিশ এবং সেনাদের টার্গেট করে না। চলমান সহিংসতায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সংখ্যক সদস্য হতাহতের পর তালেবানের পক্ষ থেকে এ ধরনের দাবি কররা হলো।

শুক্রবা সশস্ত্র এই বাহিনী এক বিবৃতির মাধ্যমে ঘোষণা দিয়েছে, সামরিক সকল স্থাপনা, সেনাবাহিনী, জাতীয় পুলিশ, আরবিকি (স্থানীয় পুলিশ) এবং সরকারের সব কর্মচারী তাদের টার্গেটের বাইরে।

সেই সঙ্গে জানানো হয়েছে, মার্কিনরা এবং তাদের বন্ধুরা তালেবানের টার্গেট। তালেবানের সাম্প্রতিক কার্যক্রমেও সে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যও টার্গেটের মধ্যে পড়ে গেছে; কারণ ওই সদস্যরা মার্কিনি আর তালেবানের মাঝখানে এসে ঢুকে পড়েছে।

গত সোমবারই পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশে পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর ২০ জন সদস্যকে হত্যা করে তালেবান। তার জেরে মঙ্গলবার আফগান সিটিতে হামলা চালিয়ে ২৫ তালেবান সদস্য এবং আরো অন্তত পাঁচজনকে হত্যা করে। তার পর এ ধরনের বিবৃতি দিয়েছে সংগঠনটি।মন্তব্য