kalerkantho


বিক্ষোভে অংশ নিয়ে না ফেরার দেশে আট মাসের শিশু!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৮ ২৩:২৮বিক্ষোভে অংশ নিয়ে না ফেরার দেশে আট মাসের শিশু!

সোমবার জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ফিলিস্তিনিদের করা বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬১ জন নিহত হয়। তবে নিহতদের মধ্যে ২৯ বছর বয়সী ফাদি আবু সালাহর প্রতিবাদী ছবি এখন বিশ্বজুড়ে আলোচনার প্রধান বিষয়।

বিক্ষোভে সর্বকনিষ্ঠ আট মাসের শিশু লিলা আল ঘানদৌরও হাজির হয়েছিল। তবে ইসরায়েলি বাহিনী তাকেও ছেড়ে দেয়নি।

ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা কাঁদানে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছে লিলা। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ফিলিস্তিনিদের হত্যার প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, জেরুসালেমকে আমরা মুসলমানদের হাতছাড়া হতে দেবো না।

অন্যদিকে এক টুইট বার্তায় ইসরায়েলকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মন্তব্য