kalerkantho


শুক্রবার দ. কোরিয়ায় যাচ্ছেন কিম!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ এপ্রিল, ২০১৮ ২০:১০শুক্রবার দ. কোরিয়ায় যাচ্ছেন কিম!

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখতে যাচ্ছেন কিম জং উন। ১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর আর কোনো সর্বোচ্চ নেতা দক্ষিণ কোরিয়ায় পা রাখেননি।  

শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৯টায় কিমের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

জানা গেছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনা হতে পারে। আগামী জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের আলোচনার বিষয়টিও গুরুত্ব পাবে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে পরমাণু কর্মসূচি বন্ধ করতে উত্তর কোরিয়াকে বোঝানো হবে। এ ব্যাপারে চুক্তিরও চেষ্টা হবে; তবে সেটা বেশ কঠিন হবে বলেও মনে করে দক্ষিণ কোরিয়া।মন্তব্য