kalerkantho


ম্যাক্রোঁর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে : ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৮ ২০:৫৩ম্যাক্রোঁর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে আমেরিকায় রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। দুজনে মিলে হোয়াইট হাউসের বাগানে ওক গাছ ও বসান। দুজনের মধ্যে সম্পর্ক যে খুবই ভাল তা মুখেও বলেন ট্রাম্প। শুধু কি তাই? ম্যাক্রোঁর স্যুট থেকে মাথার খুসকিও ঝেড়ে সাফ করে দেন ইউএস প্রেসিডেন্ট।

মঙ্গলবার দুজনের সাক্ষাতের পর ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রোঁর কোটের কলারের উপর পড়ে থাকা মাথার খুসকি ঝেড়ে দেওয়ার কথা একটি শো তে জানিয়ে বলেন, ‘আমাদের মধ্যে যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে এটাই তার প্রমাণ।’

এরপর ট্রাম্প ম্যাকরনের দিকে তাকিয়ে আশ্চর্য ভঙ্গি করেন। ওয়াশিংটনে ১৫ মাস আগে ট্রাম্পের অফিস নেওয়ার পর এই প্রথম কোনও বিদেশি নেতাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। ম্যাক্রোঁ আসার পর ট্রাম্পের হোয়াইট হাউসের ওভাল অফিসে দুজন পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। সেখানেই স্যুটের কলার থেকে ম্যাক্রোঁর মাথার খুসকি ঝেড়ে দেন ট্রাম্প।

‘আমাদের দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক আছে। এমনকি আমি খুসকিও ঝেড়ে দিই। আমরা ওঁকে সঠিক (পারফেক্ট) দেখাতে চাই। উনি পারফেক্টই।’ একগাল হেসে বললেন ট্রাম্প। পাশে থাকা ম্যাক্রোঁও হাসছিলেন সেসময়।মন্তব্য