kalerkantho


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশ হাসপাতালে

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৮ ১২:১৮যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশ হাসপাতালে

জর্জ এইচ ডব্লিউ বুশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে (সিনিয়র বুশ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্ত সংক্রমণজনিত কারণে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্টের অসুস্থতা বলে জানা গেছে। সিনিয়র বুশের মুখপাত্র জিম ম্যাকগার্থ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জিম ম্যাকগার্থ জানান, গত রবিবার ৯৩ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে হিউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। তাঁর অবস্থার উন্নতি ঘটছে।

এদিকে, সিনিয়র বুশের স্ত্রী বারবারা বুশ গত ১৭ এপ্রিল মারা যান। স্ত্রী বারবারা বুশের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে সিনিয়র বুশ অনেককে অভিবাদন জানান। তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশসহ যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জর্জ এইচ ডব্লিউ বুশ ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সে সময় ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে ছিলেন বারবারা বুশ। পরে তার সন্তান জর্জ ডব্লিউ বুশ ২০০০ সালে ৪৩তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

সূত্র: দ্য টেলিগ্রাফ মন্তব্য