kalerkantho


সৌদি বিমান হামলা: ইয়েমেনের হুতি প্রধান নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৮ ১০:২৯সৌদি বিমান হামলা: ইয়েমেনের হুতি প্রধান নিহত

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতির রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ নিহত হয়েছেন।

ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এ তথ্য নিশ্চিত করেছে। তবে, সৌদি নেতৃত্বাধীন জোট এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলেছেন, গত বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে সালেহ সামাদের বাসভবনে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। এ হামলায় ৭ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, এই অপরাধ আমাদের জনগণ ও দেশের মনোবল ভাঙতে পারবে না। সালেহ সামাদের হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না।

হুতি নেতা বলেন, সৌদি ও ওয়াশিংটনের নেতৃত্বাধীন জোটের এই আগ্রাসন ও অপরাধের জন্য তাদের আইনগতভাবেও দায় নিতে হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ আগস্ট থেকে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন আনসারুল্লাহর প্রভাবশালী নেতা সালেহ সামাদ।

সূত্র: আল জাজিরামন্তব্য