kalerkantho


চীনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৮

কালের কণ্ঠ অনলাইন   

২৪ এপ্রিল, ২০১৮ ১০:০৫চীনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৮

চীনের দক্ষিণাঞ্চলে একটি 'কারাওকে' লাউঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের এই ঘটনায়  আরো পাঁচ জন দগ্ধ হন বলে জানা গেছে। 

চীনের পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করছেন তারা। 

পুলিশ জানায়, চীনের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান নগরীর একটি তিনতলা ভবনে স্থানীয় সময় রাত ১টায় এই অগ্নিকাণ্ড ঘটে।

এদিকে, কিংইউয়ান সরকারি নিরাপত্তা বিভাগ তাদের ওয়েবসাইটে জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি অগ্নি সংযোগের ঘটনা।
এ ব্যাপারে জন নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: এএফপিমন্তব্য