kalerkantho


নেপালের ই-জিপি বিভাগের সাথে দোহাটেকের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   

২২ এপ্রিল, ২০১৮ ১৯:২৫নেপালের ই-জিপি বিভাগের সাথে দোহাটেকের চুক্তি স্বাক্ষর

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দেশটির ন্যাশনাল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিভাগের সাথে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক বিডিং প্রক্রিয়া অনুসরণে গত ১৯ এপ্রিল এই হাইটেক চুক্তি হয়। 

এই চুক্তির আওতায় দোহাটেক নেপালের ই-জিপি সিস্টেমের অবকাঠামো নির্মাণে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেবে। 

উল্লেখ্য, বাংলাদেশ ও ভুটানে ইতিমধ্যে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে দোহাটেক। মন্তব্য