kalerkantho


কমনওয়েলথ অসমাপ্ত রেখেই দেশে ফিরলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৮ ০৮:৫৯কমনওয়েলথ অসমাপ্ত রেখেই দেশে ফিরলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

ছবি অনলাইন

দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিম এলাকায় সহিংস বিক্ষোভের খবর পেয়ে শুক্রবার হঠাৎ কমনওয়েলথ সম্মেলন সমাপ্ত না করেই দেশে ফিরে যান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

দক্ষিণ কোরিয়ার উত্তর-পশ্চিম প্রদেশে বুধবার শুরু হওয়া চাকরি, দুর্নীতির অবসান ও আবাসনের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভে বহু দোকান লুট ও যানবাহনে আগুন দেয়ার খবরও পাওয়া যায়। তাদের মূল দাবিসহ প্রাদেশিক প্রধানমন্ত্রী সুপরা মাহুমাপেলোর পদত্যাগের দাবিও জানায় আন্দোলনকারীরা। এ পর্যন্ত ২৩ জনকে আটক করেছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উত্তর-পশ্চিম প্রদেশের বর্তমান পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট রামাফোসা কমনওয়েলথ সম্মেলনের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

বিক্ষোভ সামাল দিতে নিজ দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস-এএনসি নেতাদের সঙ্গে উত্তর-পশ্চিম প্রদেশের রাজধানী মাহিকেংয়ে জরুরি বৈঠক ডেকেছেন রামাফোসা।মন্তব্য