kalerkantho


ভারতে ছয় বছরের শিশু ধর্ষিত

কালের কণ্ঠ অনলাইন   

২০ এপ্রিল, ২০১৮ ১২:৩৯ভারতে ছয় বছরের শিশু ধর্ষিত

ছবি প্রতীকী

ভারতে ফের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার উত্তর প্রদেশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ছয় বছরের এক শিশুকে মুখে কাপড় গুজে ধর্ষণ করা হয়েছে।

ভারত উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এ ঘটনা ঘটেছে।

ধর্ষণের অভিযোগে জীতেন্দ্র যাদব (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় চিলিহা থানার পুলিশ।

শিশুটির বাবার বরাতে থানার ওসি ব্রহ্ম শঙ্কর গৌড় জানান, জেলার সেমহা বাঝা গ্রামে বিয়ের অনুষ্ঠান দেখতে বেরিয়েছিল শিশুটি। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।পরে তাকে বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখে কাপড় গোঁজা ছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার।

ধর্ষণে শিশু সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর হাসপাতালে নেয়ার পথে জ্ঞান ফিরলে শিশুটি বাবা-মাকে জানায় জীতেন্দ্র তাকে ধর্ষণ করেছে।

ওসি আরও জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে জীতেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং শিশুদের যৌন অপরাধ থেকে রক্ষা (পকসো) আইনে মামলা করা হয়েছে।মন্তব্য