kalerkantho


কিমের সাথে আলোচনা ফলপ্রসু না হলে 'ওয়াক আউট' করবেন ট্রাম্প!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৮ ১২:১৬কিমের সাথে আলোচনা ফলপ্রসু না হলে 'ওয়াক আউট' করবেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর পরিকল্পনা মোতাবেক উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আলোচনা ফলপ্রসু না হলে তিনি 'ওয়াক আউট' বা (সংলাপ থেকে)সরে আসবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

যৌথ সংবাদ সম্মেলনে জাপানের ডোনাল্ড ট্রাম্প ও শিনজো অ্যাবে জানান, কিমের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়াকে পরমানু নিরস্ত্রীকরণে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে অবস্থান করছেন বলে জানা গেছে। 

এর আগে, ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, সিআইএ-এর ডিরেক্টর মাইক পম্পেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে এক গোপন সফরে দেখা করেছেন। 

তিনি বলেন, কিম জং উনের সাথে 'সুন্দর সম্পর্ক' তৈরী করেছেন মাইক পম্পেও। তাঁদের মধ্যে বৈঠকটিও হয়েছে 'খুব নির্বিঘ্ন'। 

প্রসঙ্গত, গত বছর সিআইএ-এর ডিরেক্টর মাইক পম্পেওকে 'লিটল রকেটম্যান' বলে অভিহিত করেন ট্রাম্প। 

সূত্র: বিবিসিমন্তব্য