সিরিয়ায় রাসায়নিক হামলাকে সমর্থন করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এখনো বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডারস সোমবার বলেন, নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
কিন্তু জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে বলেন, শিগগিরই রাশিয়ার ব্যাপারে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
কিন্তু স্যান্ডারস সাফ জানিয়ে দেন, রাশিয়ার ব্যাপারে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস। তবে অদূর ভবিষ্যতে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
রাশিয়ার সঙ্গে কঠোর হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প। তবে দেশটির সঙ্গে সম্পর্ক খারাপ করতেও চান না তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের