kalerkantho


সিরিয়ার ঘৌটায় বোমা হামলা অব্যাহত, পুড়ে মরেছে ৩৭ জন

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৮ ১৮:০৪সিরিয়ার ঘৌটায় বোমা হামলা অব্যাহত, পুড়ে মরেছে ৩৭ জন

সিরিয়ার পূর্বাঞ্চল ঘৌটায় বোমা হামলার ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে এবং আরো ৮০ জন অাহত হয়েছে। উদ্ধারকর্মী এবং অ্যাক্টিভিস্টরা বলছেন, বৃহস্পতিবার রাতে বোমা হামলার ঘটনায় ওই ৩৭ জন ঘটনাস্থলে পুড়ে মারা গেছে।

অ্যাক্টিভিস্টরা বলছেন, যেখানে বোমা হামলা চালানো হয়েছে ওইখানে একশ ১৭ থেকে একশ ২৫ জনের মতো মানুষ ছিল। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন উদ্ধারকর্মী মুসলিমানি। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আহতদের বাঁচানো কঠিন হবে বলে আলজাজিরাকে জানিয়েছেন তিনি।মন্তব্য