kalerkantho


যুক্তরাষ্ট্রে তুষার ঝড়: নিউইয়র্কে জরুরি অবস্থা জারি, ফ্লাইট বাতিল

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১০:৫২যুক্তরাষ্ট্রে তুষার ঝড়: নিউইয়র্কে জরুরি অবস্থা জারি, ফ্লাইট বাতিল

বুধবার যুক্তরাষ্ট্রে তুষার ঝড় আঘাত হেনেছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলে গত তিন সপ্তাহের মধ্যে আঘাত হানা এটি হচ্ছে চতুর্থ তুষার ঝড়। 

বৈরী আবহাওয়ার কারণে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই কারণে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন স্কুল ও ফেডারেল অফিস বন্ধ রাখা হয়েছে। শীতকালীন ঝড় টোবির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে সাত ইঞ্চি উচ্চতার তুষারপাত হয়েছে। 

এ বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ হাজার ৪শ'র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।প্রচন্ড তুষারঝড়ের আশঙ্কায় নিউইয়র্কের স্টেট গভর্নর পুরো নগরীতে জরুরি অবস্থা জারি করেন।

নিউইয়র্কে মেয়র বিল ডি ব্লাসিও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মীদের বাড়িতে থাকতে অনুমতি দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে, জাতীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাটে প্রতি ঘন্টায় ৪০ মাইল বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করে দেয়া হয়। ঝড়ে এসব এলাকায় গাছপালা উপড়ে পড়তে ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়।

সূত্র: এএফপিমন্তব্য