kalerkantho


আইএসের ১,৬৬২টি অবস্থান ধ্বংস করল সিরিয়ার বিমান বাহিনী

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৮ ১৮:৩৫আইএসের ১,৬৬২টি অবস্থান ধ্বংস করল সিরিয়ার বিমান বাহিনী

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের ১,৬৬২টি অবস্থান ধ্বংস করল সিরিয়ার বিমান বাহিনী। এর মধ্যে রয়েছে জঙ্গিদের সদরদফতর এবং অস্ত্র ভাণ্ডার ও কারখানা।

সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজধানী দামেস্কের পাশাপাশি হোমস, হামা, ইদলিব, আলেপ্পো এবং দেইর আয-যোর এলাকায় দায়েশের এসব অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। একের পর অস্ত্র ভাণ্ডার, ঘাঁটি গুড়িয়ে যাওয়ায় চাপে জঙ্গি সংগঠন আইএস।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এখনও পর্যন্ত আইএসের উপর ৪৮১ বার বিমান হামলা চালানো হয়েছে। শুধুমাত্র ইদলিব প্রদেশে জঙ্গিদের চারটি কমান্ডিং সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানা ধ্বংস করা হয়েছে।
 
এ ছাড়া, আলেপ্পো প্রদেশে তিনটি অস্ত্রাগার, একটি কমান্ড সেন্টার এবং বহু সামরিক গাড়ি ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আগামিদিনেও আইএসের ঘাঁটি ধ্বংস করতে আকাশপথে হামলা চালাবে সিরিয়ার বিমান বাহিনী।

সূত্র: এএফপিমন্তব্য