kalerkantho


দাবানলে অস্ট্রেলিয়ায় ৭০ বাড়ি ছাই

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৮ ১২:৩১দাবানলে অস্ট্রেলিয়ায় ৭০ বাড়ি ছাই

ছবি অনলাইন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ছোট শহর টাঠরায় ৭০টিরও বেশি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। হঠাৎ করেই রবিবার রাতে দাবানলটি ছড়িয়ে পড়ে শহরটিকে গ্রাস করে।

মাত্র আধ ঘণ্টার আগুনেই প্রায় সবকিছু পুড়ে যায় ছোট শহরটির। সিডনি থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণের এই শহরটিতে প্রায় ১৬০০ লোকের বাস ছিল।

দাবানল থেকে বাড়িঘরে আগুনে অবশ্য প্রাণহানী হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয়দের দ্রুত নিকটবর্তী আরেকটি শহরে সরিয়ে নেওয়ায় প্রাণহানী রোধ করা সম্ভব হয়েছে।

দাবানলের ধোঁয়ায় শহরটির চার বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন এবং দমকলের এক কর্মী আহত হয়েছেন।

তবে হঠাৎ করে অগ্নিকাণ্ড বেড়ে ওঠায় শহরের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালানোরই শুধু সময় পেয়েছেন। সঙ্গে করে তেমন কিছু জিনিসপত্র নিতে পারেনি।মন্তব্য