kalerkantho


অস্ট্রেলিয়ায় দাবানল: ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৮ ১৩:৪৪অস্ট্রেলিয়ায় দাবানল: ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ঝোড়ো আবহাওয়া ও প্রচণ্ড গরমে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ এলাকার ঝোঁপঝাড় ও ঘাস পুড়ে গেছে। দাবানলে বহু গবাদী পশুর মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  

জানা গেছে, শনিবার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে কয়েকটি দাবানলের সৃষ্টি হয়। আজ রবিবার বাতাসের গতি পরিবর্তন হলে পরিস্থিতির অবনতি ঘটে।

এদিকে, ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, দাবানলে প্রায় ৪০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকশ' গবাদীপশু মারা যেতে পারে। এই ঘটনায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, 'আমরা নিয়ন্ত্রণে আনার আগেই দাবানলগুলো ছড়িয়ে পড়ছে।'

আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসের গতিপথ পরিবর্তনের ফলে পূর্বে দুটি পৃথক বড় দাবানলে ৩ হাজার হেক্টর জমি এবং ৬ হাজার ৫শ' হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সূত্র: দ্য টেলিগ্রাফমন্তব্য